নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে ততই উদ্ধার হচ্ছে একের পর এক আগ্নেয়াস্ত্র কার্তুজ ও বোমা, যার পরিমাণ বিপুল। পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার হচ্ছে এগুলি। এবার আবারো বোমা আতঙ্ক ঘিরে চাঞ্চল্য ছড়ালো নদীয়ার নাকাশিপাড়ার ধনঞ্জয়পুরে। ওই এলাকার একটি বাঁশ বাগানে রাখা ছিল একাধিক বোম। গোপন সূত্রে খবর পাই নাকাশীপাড়া থানা পুলিশ, এরপর ঘটনাস্থলে গিয়ে দেখে প্রায় দশটি তাজা বোমা পড়ে রয়েছে। খবর দেওয়া হয় বোম স্কয়াডকে, ঘটনাস্থল থেকে বালতি করে তাজা বোমা গুলি উদ্ধার করা হয়। স্বভাবতই বাঁশ বাগানের ভেতর থেকে একসাথে এতগুলি বোমা উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্যের পাশাপাশি আতঙ্ক সৃষ্টি হয় গোটা গ্রামে। অন্যদিকে কি কারনে বোমা গুলি বাস বাগানে মজুদ করা হয়েছিল আর এই ঘটনার পিছনে কে বা কারা জড়িত তার দ্রুততদন্ত শুরু করেছে নাকাশি পাড়ার পুলিশ।
একটি বাঁশ বাগানের ভেতর থেকে দশটি তাজা বোমা উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য গোটা গ্রামে।

Leave a Reply