আবদুল হাই, বাঁকুড়াঃ মুর্শিদাবাদ জেলার কান্দি থানার বিজয়নগরে বানেহার সেখ নামে এক ব্যক্তি ছয় মাস বাড়িতে থেকে বেরিয়ে যায়। পরিবারের লোকজন হন্যে হয়ে খুঁজে বেড়ায়।এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। কিছুতেই খোঁজ পাননি এই ব্যক্তির। বাড়ির লোকজন আশা ছেড়েই দিয়েছিলেন আর ফিরে পাওয়া যাবে না বলে। বানেহার সেখ মানসিক ভারসাম্যহীন হয়ে ঘুরে বেড়াচ্ছিলেন এদিকে ওদিক। হঠাৎ কি ভাবে এই ব্যক্তি বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের গোবিন্দপুর এসে পৌঁছেছে স্থানীয়রা সঠিক বলতে পারেনি। এই ব্যক্তি হাঁটাচলা করতে পারে না, হাতে পায়ে কোনরকমে ঘষতে ঘষতে এদিক ওদিক করছে। এই খবর গত ২৬ শে মার্চ রবিবার সব খবর নিউজ এ সম্প্রচারিত হয়। এই খবর দেখে সরাসরি বানেহার সেখ এর পরিবার সাংবাদিক এর সাথে যোগাযোগ করেন।আজ ২৮ শে মার্চ মঙ্গলবার মুর্শিদাবাদ থেকে পরিবারের লোকজন মানসিক ভারসাম্যহীন বানেহার সেখ কে গাড়ি করে ইন্দাসের গোবিন্দপুর থেকে বাড়ি নিয়ে যান। বানেহার সেখ এর এক সদস্য বলেন, সব খবর নিউজ চ্যানেল কে ধন্যবাদ জানাই। আমাদের পাশে থাকার জন্য। এছাড়াও আরো বলেন, এই এলাকার মানুষেরা খুবই ভালো।আমরা ছয় মাস খোঁজাখুঁজি করেও পায়নি। আমার আত্মীয় এখানে খুব ভালো ভাবে ছিল। এলাকার সকল মানুষকে ধন্যবাদ জানাই।
সব খবর নিউজ এর খবরের জেরে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন বানেহার সেখ বাড়ি ফিরলো।

Leave a Reply