জলপাইগুড়়ি, নিজস্ব সংবাদদাতাঃ- জলপাইগুড়ির বৃহত্তর স্বার্থে আবার ও তৃণমূল নেতা দুলালের সঙ্গে কাধে কাধ মিলিয়ে লড়বো।
বললেন বর্ষীয়ান কংগ্রেস নেতা দেবপ্রসাদ রায় ওরফে মিঠু দা।
জলপাইগুড়ি জেলা পরিষদের সহ সভাধিপতি তথা ক্ষেত মজদুর তৃনমূল কংগ্রেস সংগঠণের জেলা সভাপতি দুলাল দেবনাথ। আদি বাসস্থান বেলাকোবা দসদরগা গ্রামে, আজও যে বাড়ীতে মহাধুম ধামে আয়োজন হয় চৈত্র মাসে বাসন্তী পূজোর।
এবারেও তার ব্যাতিক্রম হয়নি।
এদিন আগত অতিথিদের মধ্যে ছিলেন উত্তরবঙ্গের অন্যতম কংগ্রেস নেতা মিঠু দা।
এক সময় বর্তমান তৃনমূল নেতা দুলাল বাবুও কংগ্রেস দলের সঙ্গে যুক্ত ছিলেন বা বলা যায় রাজনৈতিক শিক্ষার হাতে খড়ি এই দল থেকেই।
এমন একজন শাসক দলের নেতার বাড়ির পুজোতে কংগ্রেসের বর্ষীয়ান নেতার উপস্থিতি স্বাভাবিক ভাবেই ছাপ ফেলেছে গ্রামের রাজনৈতিক মহলে বিশেষ করে যখন শিয়রে পঞ্চায়েত ভোট।
তবে এই প্রসঙ্গে জাতীয় রাজনীতির অভিজ্ঞতা সম্পন্ন দেবপ্রসাদ রায় খুব সহজ ভাবেই নিজের অবস্থান বুঝিয়ে দিয়ে বলেন, এখানে এসে আনন্দিত, আগামীতেও দেশ এবং জলপাইগুড়ির সার্থে অতীতের সঙ্গী দুলাল কে পাশে নিয়েও লড়াই করতে প্রস্তুত রয়েছি আজও।
Leave a Reply