রাম নবমী শোভাযাত্রা হল সাঁকরাইল রাজগঞ্জ রথতলা থেকে মানিকপুর বেলতলা পর্যন্ত।

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : – সাঁকরাইল মানিকপুরের রামনবমীর রামঠাকুর নিয়ে শোভাযাত্রা দেখতে দেখতে ১৭বছর পদার্পণ করলো। ধর্মীয় শোভাযাত্রা শুরু হল সাঁকরাইল রাজগঞ্জ রথ তলা থেকে চাঁপাতলা হয়ে মানিকপুর বেলতলা রাম মন্দিরে শেষ হয়। কয়েক হাজার ভক্ত এই ধর্মীয় শোভাযাত্রার অংশগ্রহণ করল। বিবেকানন্দ সেবা সংঘের পরিচালনায় সমস্ত শোভাযাত্রাটি পরিচালিত হলো । পুলিশ প্রশাসনের তৎপরতা ছিল তুঙ্গে। নারী পুরুষ ছোট বড় সবাই এই মিছিলে পা মেলালেন। একই ধ্বনিতে উচ্চারিত হলো ‘একই নাড়া একই নাম জয় শ্রীরাম জয় শ্রীরাম’। শোভাযাত্রার পুরো ভাগে ছিলেন সিংহবাহিনীর সারা ভারতের দায়িত্বপ্রাপ্ত সভাপতি দেবদত্ত মাঝি। তিনি মিছিলে আগত সকল মা-বোন এবং ভাইদের অভিনন্দন জানালেন। সমস্ত শোভাযাত্রা পরিচালনার দায়িত্বে ছিলেন সহদেব থান্ডার। দেখবার জন্য রাস্তার দু’ধারে সাধারণ মানুষের ঢল ছিল চোখে পড়ার মতন। কোথাও কোথাও জল বাতাস কোথাও আবার জল মিষ্টি খাওয়ালেন এলাকার বাসিন্দারা আগত সকল শোভাযাত্রায় অংশগ্রহণকারী রামভক্ত গণদের । শোভাযাত্রা যখন এসে মন্দিরের কাছে পৌঁছল তখন রাত হয়ে গিয়েছে। হঠাৎ বৃষ্টিতে তাল কাটলো শোভাযাত্রার। গন্তব্যস্থলে আসার মুহূর্তেই বৃষ্টি হওয়ায় বিরম্বনায় পড়তে হলো সকল ভক্তগণদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *