বাঁকুড়া, আব্দুল হাই:-আজ বাঁকুড়ার সোনামুখী বি জে হাইস্কুলে স্পেশাল মিড ডে মিলের ব্যবস্থা ছিল। এদিন মিড ডে মিল কর্মীদের সাথে শিক্ষক শিক্ষিকারা হাত লাগান বিভিন্ন কাজে।
স্পেশাল মিডডে মিলে মোট ৭২০ জন ছাত্র খাবার খায় বলে জানা গেছে। এই প্রচুর পরিমাণে ছাত্রদের বিভিন্ন ব্যাচে খাওয়ানো হয় আর একটি ব্যাচ ওঠার পরে তাড়াতাড়ি করে অন্য ব্যাচ বসানোর জন্য মিডে মিল কর্মীদের সাথে পরিষ্কারে হাত লাগান এই বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক পার্থ সারথি সেনগুপ্ত। তিনি ছাত্রদের এঁটো নিজের হাতে তাড়াতাড়ি পরিস্কার করে অন্য ব্যাচ বসার ব্যবস্থা করে দেন। পিতৃ বাসল্য হয়তো একেই বলে, অর্থাৎ শিক্ষক হলেও তিনি যে একজন পিতা এই দৃশ্য সেটাই প্রমাণ করে।
আর মাত্র ৮ মাস পরেই এই বিদ্যালয় থেকে পার্থসারথি বাবু অবসর গ্রহণ করবেন। অবসর গ্রহণের পর তিনি যে সন্তান তুল্য ছাত্রদের সবসময় মিস করবেন সেটা বলে দেয়া যায়। আবার ছাত্ররাও যে তাদের প্রিয় শিক্ষক পার্থসারথি সেনগুপ্তের অভাব ভীষণ ভাবে অনুভব করবে সে কথাও এখন থেকেই বলা যায়।
শিক্ষক পার্থ সারথি সেনগুপ্ত ছাত্রদের মিড ডে মিলের এঁটো পরিস্কারে ব্যস্ত, ভাইরাল ভিডিও

Leave a Reply