নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানের কোয়ার্টার লাইন মহাবীর ক্লাবের উদ্যোগে রামনবমী পুজো অনুষ্ঠিত হয়। কমিটি সূত্রে জানা গিয়েছে, এই রামনবমী পুজো প্রায় ৩৫ বছর ধরে হয়ে আসছে। এই পূজোতে তাসাটি চা বাগানের বিভিন্ন লাইনের মানুষ ছাড়াও পার্শ্ববর্তী এলাকার বহু মানুষজন অংশ গ্রহণ করে আনন্দে মেতে ওঠেন। এদিন রামনবমী পূজা উপলক্ষে সন্ধায় মেলার আয়োজনও করা হয়েছে বলে উদ্যোক্তারা জানান।
আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানের কোয়ার্টার লাইন মহাবীর ক্লাবের উদ্যোগে রামনবমী পুজো অনুষ্ঠিত হয়।

Leave a Reply