সম্প্রীতির ভারত, রোজাদারদের ইফতার পার্টি দিলেন, বিজয়েস গাঙ্গুলী, রীতা সাহা ও কৌশিক বিশ্বাস।

আবদুল হাই, বাঁকুড়াঃ সারা বিশ্বে যখন জাতি ধর্ম বর্ণ নিয়ে অশান্তি বিরাজ করছে, ঠিক তখনই মানবতার আদর্শ উদাহরণ তৈরি করলো বিজয়েস গাঙ্গুলী, রীতা সাহা ও কৌশিক বিশ্বাস। পবিত্র রমজান মাসে জয়নগর গ্ৰামের রোজাদারদের ইফতার পার্টি দিলেন বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের জয়নগর গ্ৰামে।সূর্যাস্তের পর যে পানাহারের মাধ্যমে রোজা ভাঙে তাকে ইফতার বলে।বিজয়েস গাঙ্গুলী, রীতা সাহা ও কৌশিক বিশ্বাস পেশায় শিক্ষক। বাঁকুড়া জেলার সোনামুখী শহরে সোনামুখী বি জে হাইস্কুলে কর্মরত। ইফতার পার্টিতে খেজুর তরমুজ,আপেল,কলা, মোরব্বা,আঙ্গুর সহ অন্যান্য ফল ,পায়েস ও মিষ্টি এবং রমজানের বিশেষ পানীয় পরিবেশন করা হয় রোজাদারদের। এই সব খাবার প্রত্যেক রোজাদারদের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। দুই শিক্ষক শিক্ষিকা বলেন, রমজান মাস হল মুসলিম ধর্মাবলম্বীদের কাছে পবিত্র মাস। এই পবিত্র মাসে রোজাদারদের সেবা করতে পেরে আমরা খুবই খুশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *