নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নকশাল আন্দোলন চলাকালীন সিপিআইএমএল নদীয়া জেলা সম্পাদক সমরপাল চৌধুরী ১৯৮০ সালে ২৫ শে মে শহীদ হন। এরপরই তার স্মৃতিচারণ হিসেবে ফুলিয়া বাসস্ট্যান্ডে ৩৪ নম্বর জাতীয় সড়কে একটি আবক্ষ মূর্তি তৈরি করা হয়। জাতীয় সড়ক সম্প্রসারণ এর কারণে সমর পাল চৌধুরীর আবক্ষ মূর্তি ভাঙ্গা পরে এরপরেই ফুলিয়া বাসস্ট্যান্ডের জাতীয় সড়কের পাশে নতুন করে আবক্ষ মূর্তি তৈরি করে দেন ন্যাশনাল হাইওয়ে। গত ২৫ এই মে প্রতিবছরের ন্যায় এ বছরও তারা সমর পাল চৌধুরীর মূর্তিতে মাল্যদান এবং তার স্মৃতিচারণ হিসাবে দিনভর চলে নানান কর্মসূচি। এদিন বেশ কিছু লাল পতাকা লাগানো হয়েছিল। অভিযোগ গতকাল রাতে কে বা কারা সেই লাল পতাকা খুলে নেন আবক্ষ মূর্তির গায়ে বাঁশ দিয়ে টাঙানো একটি পতাকা। শুধু তাই নয় আবক্ষ মূর্তির পাশে নোংরা অর্থাৎ কিছু জলের বোতল ফেলে নোংরা করা হয়েছে বলে অভিযোগ করেন শহীদ স্মৃতি রক্ষা কমিটি। যা নিয়ে তৈরি হয়েছে চাঞ্চল্য।
আবক্ষ মূর্তির পাস থেকে লাল পতাকা খুলে নেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে।












Leave a Reply