আত্মঘাতী পশ্চিমবঙ্গ পুলিশের জলপাইগুড়ি শহরের ভানুনগর এলাকার এক পুলিশ কর্মী, চাঞ্চল্য এলাকায়।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ-সার্ভিস রিভালবার দিয়ে আত্মঘাতী পশ্চিমবঙ্গ পুলিশের জলপাইগুড়ি শহরের ভানুনগর এলাকার এক পুলিশ কর্মী। পেশায় তিনি পুলিশের গাড়ির চালক বলে পরিবার সূত্রে জানা যায়। সোমবার মৃত পুলিশ কর্মীর দেহ জলপাইগুড়ির বাড়িতে নিয়ে আসা হয়। আর এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। জানা গেছে জলপাইগুড়ি ভানু নগর এলাকায় অমিত বিশ্বকর্মা বয়স আনুমানিক ৪২ বছর। তিনি ডাবগ্রাম ফুলবাড়ী এলাকায় পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল গাড়ির চালক পদে কর্মরত ছিলেন। পরিবারের দাবি, রবিবার দার্জিলিঙে ডিউটিতে গিয়ে রুমের মধ্যে টয়লেটে ঢুকে দরজা বন্ধ করে দেন এবং সার্ভিস রিভালবার দিয়ে আত্মঘাতী হন বলে পরিবার সূত্রে জানা যায়। শুলির শব্দ শুনে সহকর্মীরা ছুটে এসে এই ঘটনা লক্ষ্য করেন। তবে কেন তিনি এমনটা করলেন তা নিয়ে ধন্দে পরিবারের সদস্যরা। অন্যদিকে তার বাড়িতে রয়েছে এক ছেলে ও মেয়ে এবং স্ত্রী। সোমবার অমিতের মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হলে কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্যরা এবং শেষ বিদায় জানায় এলাকাবাসীরা। পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *