নিজস্ব সংবাদদাতা, মালদা:- কনে দেখতে এসে কনের মা’কে নিয়ে পালাল পাত্র। চাঞ্চল্যকর ঘটনাটি গাজোল থানার করকচ গ্রাম পঞ্চায়েতের বিপ্লবী পাড়ার। এদিকে স্ত্রী’র খোঁজে হন্যে হয়ে ঘুরছেন স্বামী। স্ত্রী সরলা সাউরিয়াকে পেতে গাজোল থানায় নিখোঁজ অভিযোগ করে তাঁকে ফিরিয়ে দেওয়ার আর্জি জানিয়েছেন স্বামী অমল সাউরিয়া। অভিযুক্ত পাত্রের নাম অতুল বর্মন। গত বৃহস্পতিবার সে সাউরিয়া দম্পতির কনেকে দেখতে আসে বিয়ের জন্য। এরই মধ্যে ভাব জমায় সে কনের মা সরলা সাউরিয়ার সঙ্গে। সযোগ বুঝে গত রবিবার সরলাকে নিয়ে পালায় অতুল। সোমবার গাজোল থানায় অভিযোগ দায়ের করেন স্বামী অমল সাউরিয়া।
কনে দেখতে এসে কনের মা’কে নিয়ে পালাল পাত্র।

Leave a Reply