নিজস্ব সংবাদদাতা, মালদা:— হবিবপুর থানার অন্তগত নিত্যানন্দপুর থেকে হবিবপুর রাইস মিল হাট পর্যন্ত ভারত জাকাত মাঝি পারগণা গাওতা এর নেতৃত্বে আদিবাসীরা ডালি মাথায় কোদল হাতে নিত্যানন্দপুর থেকে র্যালির মাধ্যদিয়ে স্লোগান দিতে দিতে বিক্ষোভ মিছিল রাইসমিল হাট পর্যন্ত আসে।সেখানে পথসভার মধ্যে দিয়ে বিক্ষোভ মিছিল করেন করে এবং তাদের অভিযোগ সম্প্রতি কলকাতায় ধর্ণা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেছেন, আদিবাসীদের মদ খাইয়ে বিভিন্ন জায়গায় সড়ক নষ্ট করা হচ্ছে। সব আদিবাসী মদ খায় এটা প্রমাণ করে কোথাকার সড়ক নষ্ট করা হয়েছে দেখাতে হবে। আদিবাসীরাই সেই সড়ক ঠিক করে দিবে। প্রমাণ করতে না পারলে মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে। এদিন নেতৃত্বে ব্লক সভাপতি শ্যামল হাঁসদা দাবি,সম্প্রতি কলকাতায় ধর্ণা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেছেন, আদিবাসীদের মদ খাইয়ে বিভিন্ন জায়গায় সড়ক নষ্ট করা হচ্ছে। সব আদিবাসী মদ খায় এটা প্রমাণ করে কোথাকার সড়ক নষ্ট করা হয়েছে দেখাতে হবে। আদিবাসীরাই সেই সড়ক ঠিক করে দিবে। প্রমাণ করতে না পারলে মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে।
নিত্যানন্দপুর থেকে হবিবপুর রাইস মিল হাট পর্যন্ত ভারত জাকাত মাঝি পারগণা গাওতা এর নেতৃত্বে মিছিল।

Leave a Reply