নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- চাকদহে বামফ্রন্টের মিছিল সহ যোগে চাকদহ থানায় ডেপুটেশন জমা দিলো বামফ্রন্ট। চাকদহ ব্লকে দূর্নীতি মুক্ত স্বচ্ছ পঞ্চায়েত গড়তে,মানুষের সঠিক ভোটদানের রায়ে পঞ্চায়েত গড়ে তুলতে,চাকদহ ব্লকে থানাকে সুষ্ঠ পঞ্চায়েত নির্বাচন করার দাবী জানিয়ে চাকদহ চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের চাকদহ চৌরাস্তা থেকে চাকদহ থানা পযর্ন্ত একটি সুবিশাল মিছিল থানার সামনে আসে।পরে চাকদহ থানার আধিকারিক কে ডেপুটেশন দেয়া হয়। সুষ্ঠ ভাবে নির্বাচন করার জন্য। আজকের এই মিছিলে বামফ্রন্টে নেতৃত্ব কর্মী সমর্থক সহ অগুনিত মানুষ পা মেলালেন।
চাকদহে বামফ্রন্টের মিছিল সহ যোগে চাকদহ থানায় ডেপুটেশন জমা দিলো বামফ্রন্ট।

Leave a Reply