পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বেলদাতে মিছিল ও সভা সিপিআইএমের,পা মিলিয়েছেন সূর্যকান্ত মিশ্র।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আসন্ন পঞ্চায়েত নির্বাচন আর সেই নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন প্রান্তে মিছিল সভা করছে রাজনৈতিক দলগুলি। সেই মতো শুক্রবার পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের বেলদাতে মিছিল করলো সিপিআইএম কর্মী সমর্থকরা। মিছিল শেষে বেলদার গঙ্গাধর একাডেমি প্রাঙ্গনে একটি সভার আয়োজন করা হয়েছিল। সবাই বক্তব্য রেখেছিলেন উপস্থিত নেতৃত্বরা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য সূর্যকান্ত মিশ্র, জেলা সম্পাদক সুশান্ত ঘোষ, তপস সিনহা দীপক সরকার সহ অন্যান্যরা। পরিশেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি ও তৃণমূলকে নিশানা করলেন সূর্যকান্ত মিশ্র, কার্যত গোষ্ঠী দ্বন্দ্ব প্রসঙ্গ নিয়ে তৃণমূলকে নিশানা করে বলেন তৃণমূল দলটা আস্তে আস্তে ভাংছে, পাশাপাশি আগামী পঞ্চায়েত নির্বাচনে যেসব জায়গায় বাম সংগঠন শক্তিশালী রয়েছে সেসব জায়গায় প্রার্থী দেবে সিপিআইএম এদিন তিনি স্পষ্ট জানিয়ে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *