হবিবপুরে অবশেষে স্বস্তি পেল পথ চলতি মানুষ !

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ- হবিবপুর অবশেষে স্বস্তি পেল পথ চলতি মানুষ ! দীর্ঘদিন ধরে বেহাল মালদা নালাগোলা রাজ্য সড়ক বেহাল অবস্থায় পড়ে রয়েছে বহুদিন ধরে।অবশেষ পথশ্রী প্রকল্পের রাজ্য সরকারের উদ্যোগে প্রায়৪৮ কোটি টাকা রাস্তা তৈরি জন্য বরাদ্দ করেছে। অবশেষ দীর্ঘদিনের সমস্যা সমাধান হতে চলেছে হবিবপুর থানার অন্তর্গত বুলবুলচন্ডী হইতে বামনগোলা ব্লকের পাকুহাট পর্যন্ত রাজ্য সড়ক পূর্ণনির্মাণ করা হবে। শুক্রবার এই রাস্তার পূর্ণনির্মাণ শুভ উদ্বোধন করা হলো হবিবপুর ব্লকের কেন্দপুকুর এলাকায় উদ্বোধনী অনুষ্ঠান করা হয়।এই সভা উপস্থিত ছিলেন মালদা জেলা সভাপতি আব্দুল রহিম বক্সি, রতুয়া বিধায়ক শমর মুখার্জি,সহ হবিবপুর বামন গোলা ব্লকের ব্লক সভাপতি সহ বিভিন্ন অঞ্চলের সভাপতি ও কর্মীরা।

এ বিষয়ে হবিবপুর বিধানসভার বিধায়ক জুয়েল মুর্মু বলেন,মুখ্যমন্ত্রী বেশ কিছুদিন আগে ভার্চুয়াল ভাবে পথশ্রী প্রকল্পের রাস্তা উদ্বোধন করেন তারপরেও তারা আবারো উদ্বোধন করা পছন্দ হয়নি আবারো দুই জন প্রতিনিধিকে নিয়ে এসে আবারও রাস্তা উদ্বোধন করলেন এ নিয়ে বিধায়ক তোপ ডাকলেন বিধায়ক জুয়েল মূর্মূ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *