আবদুল হাই,বাঁকুড়া:- আজ বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহরের ৫ নম্বর ওয়ার্ডে মল্ল রাজাদের ইতিহাস বহনকারী পোকা বাঁধের জলে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে বিষ্ণুপুর থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চলও ছড়ায়। স্থানীয় সূত্রে খবর বিষ্ণুপুর শহরের ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বছর ৬১-র অশোক হাজরা নামের এক বৃদ্ধ গত ৪ই এপ্রিল থেকে নিখোঁজ ছিল, পরিবারের লোকজন বহু খোঁজাখুঁজি করার পর না পেয়ে অবশেষে দারস্ত হয় বিষ্ণুপুর থানায় ।অভিযোগ করা হয় নিখোঁজের, আজ সকালে স্থানীয় বাসিন্দারা পোকা বাঁধের পাড়ে এক ব্যক্তির ভাসমান অবস্থায় দেহ ভেসে থাকতে দেখে, তড়িঘড়ি খবর দেওয়া হয় বিষ্ণুপুর থানায় ঘটনাস্থলে পৌঁছায় বিষ্ণুপুর থানা পুলিশ এরপর বিষ্ণুপুর থানা পুলিশ ওই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় বিষ্ণুপুর জেলা হাসপাতালে। তবে ওই ব্যক্তির কিভাবে মৃত্যু হল তার সঠিক কারণ এখনো জানা যায়নি আদৌ কি জলে ডুবে মৃত্যু নাকি এর পেছনে রয়েছে রহস্য তদন্ত করছে বিষ্ণুপুর থানার পুলিশ ।
বিষ্ণুপুরে ঐতিহ্যবাহী পোকা বাঁধের জল থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার,খুন নাকি অন্য কারণ তদন্ত করছে বিষ্ণুপুর থানা পুলিশ ।

Leave a Reply