কুড়মী আন্দোলন সহ একাধিক আন্দোলন নিয়ে মেদিনীপুর থেকে রাজ্যকে নিশানা করলেন দিলীপ ঘোষ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- কয়েক দফা দাবি নিয়ে প্রায় সব দিন ধরে চলছিল কুড়মী সম্প্রদায়ের রেল ও জাতীয় সড়ক অবরোধ, অবশেষে সোমবার সকাল থেকেই পশ্চিম মেদিনীপুর জেলার খেমাশুলির জাতীয় সড়ক ও রেল অবরোধ তুলে নিল কুড়মী সম্প্রদায়, তবে এই বিষয় নিয়ে রাজ্যকেই নিশানা করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ দিলীপ ঘোষ, সোমবার মেদিনীপুর স্টেশনে চলমান সিরি উদ্বোধন করতে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমন ভাবেই কটাক্ষ করলেন তিনি, এই দিন তিনি বলেন পশ্চিমবঙ্গেই এই ধরনের বেশি আন্দোলন লক্ষ্য করা যায়, আমরা বিগত সময়ে দেখেছি CAA ও NRC নিয়ে আন্দোলন, আর এই আন্দোলন শুধুমাত্র রেলকেই টার্গেট করা হয়, আর তার জন্যই ক্ষতির মুখে পড়তে হয় রেলকে, পাশাপাশি সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগ করলেন তিনি, তিনি আরো বলেন এইসবকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব রাজ্য প্রশাসনের, সুরক্ষা দেওয়ার তো দূরের কথা তারা আন্দোলনকারীদের সঙ্গে কথাও বলেন না, কলকাতাতে জায়গায় জায়গায় ধর্না চলছে,দিল্লীও চলে যাচ্ছে এই আন্দোলন, তাদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধান করার ইচ্ছে প্রকাশ এবং সমাধান করার আগ্রহ প্রকাশ করেনি রাজ্য, যার ফলে সাধারণ মানুষের সময় অপচয় হচ্ছে এবং দুর্ভোগের শিকার হতে হয়েছে,অন্যদিকে তৃণমূলকে আঞ্চলিক দল হিসেবে রায় দিয়েছে উচ্চ আদালত, এই নিয়ে দিলীপ ঘোষ বলেন এটা হবারই কথা, কারণ অন্যান্য রাজ্যে তৃণমূল কোন ভোট পায় না, পশ্চিমবাংলায় যেভাবে অনুশাসন চলছে তাই তাই বাইরে যাচ্ছি মানুষ তৃণমূল থেকে দূরে সরে যাচ্ছে , অন্যদিকে নিয়োগ দুর্নীতিতে শান্তনু ঘোষের ঘনিষ্ঠ অয়ন ঘোষের ১০০ কোটি টাকার হদিশ, সেই বিষয় নিয়ে দিলীপ ঘোষ বলেন আরেকজনও সেঞ্চুরি করলেন, বাংলায় অন্য কিছু আর হচ্ছে না এগিয়ে বাংলা দুর্নীতিতে, ঠিক এভাবেই রাজ্যকে নিশানা করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ দিলীপ ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *