দিদির সুরক্ষা কবচে মেধাবী প্রীতম, করলেন বিদুৎ এর সমস্যার সমাধান।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে জলপাইগুড়িতেও জোর কদমে চলছে দিদির সুরক্ষা কবজ কর্মসূচি । এদিন এই কর্মসূচিতে বাড়ি বাড়িতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কর্মসূচি গুলি প্রচার করলেন জলপাইগুড়ি জেলার মেধাবী ছাত্র , রাজ্য এর অঙ্কের সেরা তথা তৃণমূল ছাত্র পরিষদ ইঞ্জিনিয়ারিং সেল এর রাজ্য চিফ কো-অর্ডিনেট প্রীতম । শুধু তাই নয় এলাকার রাস্তার অন্ধ কার অবস্থার কথা শুনে তৎক্ষণাৎ তার সমাধান করলেন তিনি , তা শুনে খুশি এলাকার মানুষ। বর্তমান সময়ে যখন ছাত্র সমাজ রাজনীতি থেকে বহু দূরে চলে যাচ্ছে ঠিক সেই সময় রাজনীতিতে থেকে মানুষ এর জন্য কাজ করে চলেছেন প্রীতম বাবু। ইতিমধ্যেই তিনি জেলার প্রায় ৩০০০ দিদির দূত কে প্রশিক্ষণ দিয়েছেন এবং জেলার বিভিন্ন অঞ্চলে গিয়ে মানুষের অভাব অভিযোগের কথাও শুনছেন এবং তা দিদির দূত অ্যাপ্লিকেশন এ লিপিবদ্ধ করছেন। এলাকা বাসি সম্পা ব্যানার্জী এই উদ্যোগের প্রশংসা করে।

অপর দিকে পিতম বাবু জানায় জলপাইগুড়ি শহরের বিভিন্ন স্থানে এই দিদির সুরক্ষা কবচ কর্ম সূচি নেওয়া হয়েছে তারি অংশ হিসেবে আজকে আমরা জলপাইগুড়ি রথখোলা এলাকার বিভিন্ন বাড়ি ঘুরে দেখলাম।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *