পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- গাজন উপলক্ষে চড়ক পূজা হয় পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার মহৎপুর গ্রামে। ঐতিহ্যবাহী লংকেশ্বর শিবালয় মন্দিরে দীর্ঘ বছর ধরে ই চড়ক উৎসব পালন হয়ে আসছে। ফোঁড়া,ঝুলে ঘোরা সহ বিভিন্ন ধরনের চড়ক উৎসব দেখা যায় ওই এলাকায়। লোহার শিকে পিঠ ফোঁড়া করে গাজনের সন্ন্যাস চড়কে শূন্যে ঘোরেন। এই পিঠ ফোঁড়া চড়ক উৎসব দেখতে দূর দূরান্ত থেকে বহু মানুষের ভিড় জমে ওই গ্রামে। কুইন্টাল কুইন্টাল মানসিকি বাতাসা লুট হয় শেষ দিনে। তবেই গাজন উৎসবকে ঘিরে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সর্বদাই তৎপর ছিল স্থানীয় প্রশাসন সহ গাজন উৎসব কমিটির সদস্যরা।
গাজন উৎসবকে ঘিরে জমজমাট পাঁশকুড়া,অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন পুলিশ।

Leave a Reply