পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- শুক্রবার বেলা সাড়ে দশটা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড তৃণমূল দলীয় কার্যালয় তৃণমূল দলীয় কার্যালয় ভবনে সাংগঠনিক জেলা নব পদাধিকার কর্মীদের সম্বর্ধনা দেওয়া হয় ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, প্রসঙ্গত গত বুধবার মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল দলীয় কার্যালয়ে জেলা কমিটি ও মহিলা কমিটির গঠন করা হলো যার পূর্ণাঙ্গ লিস্ট প্রকাশ করল জেলা সভাপতি সুজয় হাজরা সাংবাদিক সম্মেলন করে, যার মধ্যে নিমাই রতন ব্যানার্জির স্থান পেয়েছেন সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি, এবং জেলা সম্পাদকের পদ পেয়েছেন রাজিব ঘোষ, সাধারণ সম্পাদক পদে নাম ঘোষণা হয়েছে রামদয়াল পান্ডের, এবং জেলা সদস্য পদে নাম ঘোষণা হয়েছে বিশ্বজিৎ সরকারের,এই দিন সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ব্লক যুব সভাপতি মানস নায়েক, সাগর মন্ডল সহ একাধিক নেতৃত্ব।
চন্দ্রকোনারোড তৃণমূল দলীয় কার্যালয়ে নব পদাধিকার কর্মীদের সম্বর্ধনা ব্লক তৃণমূলের।

Leave a Reply