পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ২০২১ সালের পর পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরে বিজেপির এই প্রথম সভা! আর সেই সভাতেই তাক লাগিয়ে দিল বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রাজ্য সভাপতি হাত ধরে শাসকদলের যুব সভাপতি যোগদান করলেন পদ্মফুলে। কেশপুর ব্লকের অন্তর্গত ১৪ নম্বর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি রবি মুর্মু সহ যুব ৩০ জন কার্যকর্তা বিজেপিতে যোগদান করলেন।এইদিন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, মূলত শাসকদলের দুর্নীতি এবং নিচু তলার কর্মীদেরকে প্রাধান্য না দেওয়ার কারণেই তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। সেই সঙ্গে তিনি জানান বেকার ছেলেরা যাদের বাড়িতে টাকা দেওয়ার সামর্থ্য নেই তারা কি সরকারি চাকরি করতে পারবেন না বর্তমান সরকারের আমলে। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান পুলিশ প্রশাসন দিয়ে কেশপুরে বিজেপিকে কোনভাবেই রক্ষা যাবেনা। পাশাপাশি তিনি পুলিশ প্রশাসনকে জানান সবার শেষে কর্মীরা বাড়ি ফেরার পথে যদি কোন ধরনের হামলার সম্মুখীন হয় তাহলে তিনি আগামীকাল আবার আসবেন কেশপুরের বুকে। ১৫ নম্বর অঞ্চলের ভোট পরবর্তী হিংসায় শাসকদলের হাতে খুন হতে হয় বিজেপির কর্মী সুশীল ধাড়া কে। তার পরিবারের হাতে তিনি ৫ লক্ষ টাকার চেক তুলে দেন।
পঞ্চায়েত ভোটের আগে শাসক দল ছেড়ে বিজেপিতে যোগদান কেশপুরে।

Leave a Reply