পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- তৃণমূলের নব যাওয়ার যাত্রা শুরুর আগে পটাশপুরে তৃণমূল থেকে গণস্তফা দিলেন তৃণমূলের একাধিক পদাধিকারী ব্যক্তিরা। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দুই ব্লকের মথুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান, অঞ্চল তৃণমূলের সভাপতি, অঞ্চল যুব সভাপতি, পঞ্চায়েত সদস্য, তৃণমূলের বুথ সভাপতি সহ মোট ৩০ জন তৃণমূলের পদাধিকারী ব্যক্তি ইস্তফা দেন পদ থেকে। ঘটনাকে ঘিরে ব্যাপক রাজনৈতিক শোরগোল পড়ে গিয়েছে পটাশপুরে। দলের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে এই গণহস্তবা। প্রসঙ্গত পঞ্চায়েত ভোটের আগে জেলা ,ব্লগ ,অঞ্চল স্তর ও বুথ স্তর থেকে নেতৃত্বে রদবদল আনছে তৃণমূল। সেই মতোই বিভিন্ন অঞ্চলের পাশাপাশি মথুরা অঞ্চলের অঞ্চল কমিটি ঘোষণা করা হয়। সেই কমিটিরে জায়গা না পেয়ে ব্লক নেতৃত্বের বিরুদ্ধে দলবাজির অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন এবং সেই সঙ্গে পদত্যাগ করেছেন।
এই বিষয়টিকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও।
পটাশপুরের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ইস্তফার হেড়িক।

Leave a Reply