পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রুপেশ মাখানি গুজরাটের যুবক সেভ ইউথ ও সেভ নেশান এই লক্ষে নিয়ে গত ২১ শে ফেব্রুয়ারী ২০২৩ দিল্লির ইণ্ডিয়া গেট থেকে শুরু করে দৌড় । লক্ষ্য ৯৯ দিনে ৬০০০ কিলোমিটার পথ হেঁটে দৌড়ে অতিক্রম করার। যা করে তিনি গিনিস বুক অফ রেকর্ডস নাম তুলতে চান। আর সেই লক্ষ্যে দেশের চারটি মেট্রো শহর পরিক্রমা করে পূর্ব মেদিনীপুর জেলার মেছেদার শান্তিপুরে পৌঁছান। এই দৌড়বিদ কে উৎসাহিত করতে শহীদ মাতঙ্গিনী ব্লকের মেছেদা শান্তিপুরের একটি বেসরকারি স্কুল রয়েল ইটারনেশ্যনেল কর্তীপক্ষ থেকে সংবর্ধনা দেন।

৪৫০০ কি.মি পথ সম্পূর্ণ করে মেচেদার শান্তিপুরে পৌছান। সেই জন্য রূপেশ মাখানিকে সম্বর্ধনা দেওয়া হয়। সম্বর্ধনা দেন স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি সেক সাজাহান আলি , স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা এই দৌড়বিদ মেছেদা পৌছালে সেখানে খুদিরাম মূর্তি তে মালাদেন । আর সেখানে স্কুলের ছাত্র ও একটি স্বেচ্ছাসেবী সংগঠন সদস্য রেলি করে স্কুলে পৌঁছান এবং স্কুলের পক্ষ থেকে তাকে সম্বর্ধনা দেওয়া হয়।
Leave a Reply