নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- শিবনি বস মন্দির সংলগ্ন চুর্নী নদীর মন্দির ঘাটে নদীয়া জেলা পরিষদ নতুন স্নান এর ঘাটের সিঁড়ি তৈরির জন্য 14 লক্ষ 50 হাজার টাকা বরাদ্দ করলেন ও জেলা পরিষদের সভাধিপতি আজ শিলান্যাস করলেন ।উপস্থিত ছিলেন কৃষ্ণ গঞ্জের বিডিও ,পঞ্চায়েত সভাপতি দুই জেলা পরিসদের সদস্যা ও জেলা ও ব্লকের দুই পূর্তকর্মাধক্ষ ও গ্রাম বসিরা।
চুর্নী নদীর মন্দির ঘাটে নদীয়া জেলা পরিষদ নতুন স্নান এর ঘাটের সিঁড়ি তৈরির শিলান্যাস।

Leave a Reply