পঞ্চায়েত জিততে খুব মুশকিল,পার্লামেন্টও খুব মুশকিল হয়ে যাবে,তাই অনেক নাটক দেখবেন,খড়গপুর থেকে অভিষেক ও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দিলীপ ঘোষের।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আজ অর্থাৎ বৃহস্পতিবার মালদা জেলাতে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ইতিমধ্যেই গতকাল অর্থাৎ বুধবার রেলপথে সফরে যান তিনি, এবার সেই নিয়ে কটাক্ষ করলেন সর্বভারতীয় বিজেপির সহ-সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ দিলীপ ঘোষ, বৃহস্পতিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার রেল শহর খড়্গপুরে চা চক্রে যোগ দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন হ্যাঁ, এখন ভাইপো গেলেন তারপরে পিসি গেলেন এর পরে হয়তো নীতীশ কুমারকে ডাকবেন, অন্য জায়গা থেকে লোক নিয়ে আসবেন, কারণ তারা বুঝতে পেরেছেন পায়ের তলার মাটি হালকা হয়ে যাচ্ছে, পঞ্চায়েত জেতা খুব মুশকিল, পার্লামেন্ট জেতাও খুব মুশকিল হয়ে যাবে, এখন কেউ ট্রেনে যাচ্ছেন কেউ বাসে যাচ্ছেন কেউ টেন্ড করে গ্রামে থাকছেন, অনেক নাটক দেখবেন এখন, কারণ পরিস্থিতি খুব খারাপ ওদের এভাবেই অভিষেক ও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন দিলীপ ঘোষ, অন্যদিকে রাষ্ট্রপতির সফর নিয়ে তিনি বলেন, রাষ্ট্রপতি আসছেন, রাজ্যপাল আসছেন, ওনারা সারাদেশ ঘুরছেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, সামাজিক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন এটা হওয়া উচিত, অন্যদিকে রেশন ব্যবস্থা নিয়েও রাজ্যকে নিশানা করলেন দিলীপ ঘোষ, অন্যদিকে পূর্ব মেদিনীপুর জেলার ময়নার ঘটনা নিয়ে কার্যত রাজ্য প্রশাসনকে নিশানা করলেন তিনি, তিনি বলেন রাজ্যের পরিস্থিতি ভয়ংকর, রাজ্য প্রশাসনের উপর আস্থা নেই সাধারণ মানুষের, তাই আদালতের দ্বারস্থ হতে হচ্ছে সাধারন মানুষকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *