পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে রাস্তায় টার জ্বালিয়ে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে অপর এক গোষ্ঠী,ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার আতলা মোহনপুর রাজ্য সড়কে, তৃণমূলের এক গোষ্ঠীর অভিযোগ মনপুরের শিয়ালসাই ২ নম্বর অঞ্চলের প্রধান বশরুল আলীর অনুগামী মাজেদ মল্লিককে রাস্তায় মারধর করে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মানিক মাইতির সদ্য বিজেপি ছেড়ে যোগদান করানো অনুগামীদের বিরুদ্ধে, ইতিমধ্যেই আহত ওই প্রধানকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে, অন্যদিকে এই ঘটনায় দোষীদের শাস্তির দাবি নিয়ে আতলা মোহনপুর রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূলের ওপর এক গোষ্ঠী, অন্যদিকে তৃণমূলের এই গোষ্ঠী দ্বন্দ্বকে কটাক্ষ করতে শুরু করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী, ঘটনায় এলাকায় রয়েছে চাপা উত্তেজনা।
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ অপরগোষ্ঠীর, উত্তেজনা মোহনপুরে।

Leave a Reply