পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার দীঘা থানার সিভিল ডিফেন্সের (নুলিয়া) কর্মী সঞ্জয় শিট তিন বছর আগে ওল্ড দীঘার জগন্নাথ ঘাটে এক পর্যটককে উদ্ধার করতে গিয়ে পাথরের খাঁজে পড়ে গিয়ে বুকে চোট পায়, দীর্ঘদিন চিকিৎসা চালিয়ে ও শেষ রক্ষা হয়নি প্রায় আড়াই বছর আগে মারা যায় সঞ্জয়। বর্তমানে মৃত সঞ্জয়ের স্ত্রী ও দুই ছেলে মেয়ে রয়েছে। সঞ্জয়ের মৃত্যুর পর পরিবারে নেমে এসেছে অভাব অনটন। অভুক্ত অবস্থায় দিন কাটছে সবার। সঞ্জয়ের স্ত্রী মানসীকে চাকরি সহ ৩ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ও এখনও পর্যন্ত কিছু ই জোটেনি। এমনকি বিধবা ভাতা পর্যন্ত মেলেনি তার। দিনের পর দিন সরকারি আধিকারিক থেকে রাজনৈতিক কর্তাব্যক্তিদের কাছে ছুটে চলেছেন কোন রকম সাহায্য পাননি শুধু প্রতিশ্রুতি দিয়ে চলেছেন। তাই অভাব অনটন নিয়ে এখনো চলছে তাদের সংসার, কবে কবে সেই দেওয়া প্রতিশ্রুতি সেই দিকে তাকিয়ে রয়েছে পরিবার।
দীঘায় কর্মরত নুলিয়া কর্মরত অবস্থায় আড়াই বছর আগে পর্যটককে উদ্ধার করতে গিয়ে গুরুতর আহত অবস্থায় মারা যায়,মেলেনি দেওয়া প্রতিশ্রুতি।

Leave a Reply