নিজস্ব সংবাদদাতা, মালদা:— আবারো ভয়াবহ আগুন লাগলো হিজল ফরেস্টে ঘটনাস্থলে একটি দমকলের ইঞ্জিন হবিবপুর ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতে অবস্থিত এই হিজল বন। একেবারে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী সিঙ্গাবাদ ও তিলাসন গ্রামের মাঝে অবস্থিত এই হিজল বন। মালদার হবিবপুর ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তের হঠাৎই সারে আট্টা নাগাত দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে বি এসএফের জোয়ানেরা । বিষয়টি দেখতে পেয়ে হবিবপুর পুলিশ প্রশাসনকে খবর দেয় স্থানীয়রা । প্রথমে আগুন নিভাতে ভারত বাংলাদেশ সীমান্তের থাকা বিএসএফ ক্যাম্পের ৪৪ নম্বর ব্যাটেলিয়ানে জোয়ানরা আগুন নেভাতে শুরু করে কিছুক্ষণের মধ্যেই মালদা দমকল বিভাগ থেকে একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে তবে রাস্তা খারাপ থাকায় দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছালেও বনের মধ্যে পৌঁছাতে পারেনি রাস্তা না থাকায় ।
আবারো ভয়াবহ আগুন লাগলো হিজল ফরেস্টে।

Leave a Reply