পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- এলাকায় একটি শিশু উদ্যান ও একটি যাত্রী প্রতীক্ষালয়ের দাবি নিয়ে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার হুমগড় নাগরিক উন্নয়ন সমিতির পক্ষ থেকে হুমগড় বন বিভাগে স্মারকলিপি প্রদান করা হয়, এই দিন উপস্থিত ছিলেন মূল উদ্যোক্তা সৌরভ দাস, প্রাক্তন প্রধান শিক্ষক রাখহরি পন্ডা, শ্যামল কান্তি সন্নিগ্রাহী,মুরলী মোহন দাস, এলাকার প্রকৃত প্রেমিক হিসেবে পরিচিত বিনয় রঞ্জন গোস্বামী, সুনীল মিশ্রা সহ অন্যান্য ব্যক্তিবর্গ। তবে এই সংগঠনের এইরকম উদ্যোগ নেওয়ার আপ্লুত এলাকার মানুষজন।
শিশু উদ্যান ও যাত্রী প্রতীক্ষালয়ের দাবিতে হুমগড় বন বিভাগের স্মারকলিপি প্রদান নাগরিক উন্নয়ন সমিতির।

Leave a Reply