নিজস্ব সংবাদদাতা, মালদা:—মালদার আম জগৎ বিখ্যাত মূলত আমের জন্য বিখ্যাত মালদা জেলা,তবে এই সময় মালদা জেলার রতুয়ার ফুটপাতে ও বিভিন্ন ফলের দোকানে আমের পসরা সাজিয়েছে কিছু ফল বিক্রেতা।,বিক্রি হতে দেখা যাচ্ছে নদীয়ার রানাঘাটের আম ,রতুয়ার বাজারে সেই আম গুলো বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকা কেজি দাম, এক ফল বিক্রেতা জানিয়েছেন বাজারে জেলার আম আসতে কিছুটা দেরি রয়েছে তারিই আগে বাজারে রমরমিয়ে চলচে রানাঘাটের আম বিক্রি।ক্রেতাদের চাহিদা মালদার আম দোকানে আসলে খোঁজ করছেন মালদা আমের, জেলার আম বাজারে আসতে কিছুটা দেরী থাকাই ক্রেতারা আমের স্বাদ নিতে নিয়ে যাচ্ছেন নদীয়া ও রানাঘাটের আম।
বাজারে মালদা জেলার আম আসতে কিছুটা দেরি রয়েছে, তার আগে বাজারে রমরমিয়ে চলচে রানাঘাটের আম বিক্রি।

Leave a Reply