উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- অভিষেক বন্দ্যোপাধ্যায় কে সিবিআই এবং ই ডি কোন ভাবেই জেরা করতে যাতে না পারে তার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট এ দৌড়াদোড়ি করলেও কিছু করতে পারল না অবশেষে ডাক এসেছে এবার সিবিআই-এর। অতএব ফাঁসির দরি পড়ার দরকার নেই তদন্তে সহযোগিতা করুক তিনি তাহলেই হবে। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের সাহেব ঘাটায় মৃত নাবালিকা র বাড়িতে এসে তার পরিবারকে সমবেদনা জানানোর পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এমনই মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।তিনি বলেন আইনের প্রক্রিয়াতে তিনি মনে করেন সিবিআইকে ডাকতে বাধ্য করা হয়েছে। তুমি কোর্টে গিয়ে চেষ্টা করেছেন কিন্তু আটকাতে পারেননি। অতএব তদন্তে সহযোগিতা তার করা দরকার এখন। তিনি আরো বলেন এগ্রা বিস্ফোরণের মূল অভিযুক্ত ভানু বাগ এর কটকের রুদ্র হাসপাতালে মৃত্যু হয়েছে এ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন সব মৃত্যুই দুঃখজনক। পোস্টমাডাম রিপোর্ট সামনে না এলে কিছু বলা সম্ভব নয় যেহেতু উড়িষ্যাতে পোস্টমর্টেম হবে। সেই পোস্টমর্টেম মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাক্তাররা করবে না। তিনি এদিন বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে বাঁচানোর জন্য ডাক্তাররা পোস্টমাডাম করেছে তাদের মতন করে। কিন্তু ভানুবাগ এর পোস্টমর্টেম রিপোর্ট যেহেতু উড়িষ্যায় হবে সেতো পোসমাডাম রিপোর্ট আসার পরেই সবকিছু জানা যাবে। তিনি বাগ এর প্রসঙ্গে বলতে গিয়ে তিনি আরো বলেন এই মানুষটি মারা যাওয়ার ফলে ভানু বাগ এর পরিবারের থেকেও মমতা বন্দ্যোপাধ্যায় এর সবচেয়ে ক্ষতি হয়ে গেল।
এদিন শুভেন্দু অধিকারী সাহেব ঘাটায় মৃত কিশোরীর পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানানোর পাশাপাশি কিছু আর্থিক সাহায্য দেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। অপরদিকে সম্প্রতি এম্বুলেন্স না পেয়ে যে অসীম দেব শর্মা তার মৃত সন্তানকে শিলিগুড়ি থেকে এনেছিলেন ব্যাগে করে সেই অসীম বাবুরকেও সমবেদনা জানালেন হাতে আর্থিক অনুদান তুলে দান কুনোর ভারত সেবাশ্রমে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি তিনি আশ্বাস দেন তাদের পাশে থাকার। এরপর শুভেন্দু অধিকারী চলে যান কালিয়াগঞ্জ ভারত বাংলাদেশ সীমান্ত লাখোয়া রাধিকাপুরের চাঁদগাও গ্রামে। সম্প্রতি পুলিশে গুলিতে মৃত্যু হয় মৃত্যুঞ্জয় সরকারের। মৃত্যুঞ্জয় বাবুর বাড়িতে গিয়ে তাদের পরিবারকে সমবেদনা দেওয়ার পাশাপাশি পাশে থাকার আশ্বাসও দিলেন তিনি।
ফাঁসির দরি পড়ার দরকার নেই তদন্তে সহযোগিতা করুক তিনি তাহলেই হবে : শুভেন্দু অধিকারী।

Leave a Reply