পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার ময়না বিধানসভার বাকচা অঞ্চলে বিজেপির বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভূঁইয়ার অভিযুক্ত মনোরঞ্জন হাজরা, দুধকুমার হাজরা, সুশান্ত মাল, শশাঙ্ক মাঝি, আশুতোষ দাস ও পঙ্কজ ভঞ্জ দলবল নিয়ে প্রকাশ্য দিনের বেলা হাতে আগ্নেয়াস্ত্র, বোম ও বন্দুক নিয়ে প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ বিজেপির । পুলিশ কোনো ভাবে এরেস্ট করছে না বলেও অভিযোগ বিজেপির। সোমবার রাতে টহলদারি পুলিশ গাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বিজেপির নেতাকর্মীরা, তার প্রতিবাদে মানুষ রাস্তায় নেবে পুলিশকে বিক্ষোভ দেখাচ্ছে ও বলছে ২৪ ঘন্টার মধ্যে যদি না এরেস্ট করেন এখানে পুলিশ ক্যাম্প রাখার কোন প্রয়োজন নেই। সাধারণ মানুষের উপর দুষ্কৃতীদের ছেড়ে দিন তারা ধরে পুলিশের হাতে তুলে দেবে। যাইহোক পুলিশ অবিলম্বে উপযুক্ত ব্যাবস্থা না নিলে আমরা বহৎ থেকে বৃহত্তর আন্দোলনে সামিল হবো। এমনটাই হুশিয়ারি দিলেন বিজেপির নেতাকর্মীরা।
দলবল নিয়ে প্রকাশ্য দিনের বেলা হাতে আগ্নেয়াস্ত্র, বোম ও বন্দুক নিয়ে প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ বিজেপির ।

Leave a Reply