নদীয়া, নিজস্ব সংবাদদাতা :- প্রেম ভালোবাসা বিবাহ , সবটাই সরকারি নিয়মের বিরুদ্ধে। হয়তো বাধ্য হয়েই সন্তানের অভিমানে দুর্ঘটনা এড়াতে পরিবার থেকেও মেনে নিতে বাধ্য হয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা হলো না প্রশাসনিক তৎপরতায়। নদীয়ার দুটি পৃথক ঘটনায় দুই নাবালিকা, উদ্ধার করলো থানা এবং চাইল্ড লাইন। উদ্ধার করা নাবালিকাদের আপাতত হোমে রাখা হয়েছে মানসিকতা বদলানোর জন্য।
চাইল্ড লাইন সূত্রে জানা গিয়েছে, গত ৫ মে ধানতলা থানার শংকরপুর এলাকার এক নাবালিকার বিয়ে হয় উত্তর ২৪ পরগনার বাগদার ভবানীপুরের যুবকের সঙ্গে। যুবকের বয়স ২৩ বছর। গোপন সূত্রে খবর পেয়ে ধানতলা থানার পুলিসের সহযোগিতায় বৃহস্পতিবার নাবালিকার বাড়িতে যান চাইল্ড লাইনের সদস্যরা। জামাইষষ্ঠীর অনুষ্ঠান চলাকালীনই উদ্ধার করা হয় ঐ নাবালিকাকে।
দ্বিতীয় ঘটনাটি ঘটে, তাহেরপুর থানা এলাকার এক ১৬ বছরের নাবালিকা রানাঘাট থানা এলাকার এক ২১ বছরের যুবকের সাথে বিবাহ করে বেশ কয়েক মাস আগে । আজ জামাই ষষ্ঠী উপলক্ষে জামাইষষ্ঠী উপলক্ষে বাপের বাড়ি অর্থাৎ তাহেরপুর থানা এলাকায় এসে উপস্থিত হলে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ প্রশাসন, এবং চাইল্ড লাইন উদ্ধার করে।
Leave a Reply