আবদুল হাই, বাঁকুড়াঃ সারাটা দিন কাঠফাটা রোদ্দুর আর প্রচন্ড গরমের হাঁসফাঁস অবস্থা মানুষের, বিকালে বজ্রগর্ভ মেঘ, ঝোড়ো হাওয়ার সঙ্গে সঙ্গে তুমুল বৃষ্টিতে ভাসলো বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের গোবিন্দপুর, শিমুলিয়া, ঠাকুরানী, পুষ্করিণী সহ বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকা। পঞ্চাশ ধরে নাগাড়ে বৃষ্টিতে এবার দুশ্চিন্তা ছাপ মানুষের কপালে যদিও ক্ষয়ক্ষতির তেমন কোনো খবর পাওয়া যায়নি।
সারাদিনের উৎকট গরমের থেকে একটু নিষ্কৃতি, একটু স্বস্তির সঙ্গে সঙ্গে কপালের ভাঁজও চওড়া হচ্ছে ভগ্নদশা বাড়িতে বসবাসকারী পরিবারগুলির।
ঝড়ো হাওয়া সঙ্গে তুমুল বৃষ্টিতে ভাসলো বাঁকুড়ার ইন্দাসের বিস্তীর্ণ এলাকা।

Leave a Reply