আবদুল হাই, বাঁকুড়াঃ বাঙালির বারো মাসে তেরো পার্বণ বাঙালির ঘরে ঘরে পুজো লেগেই থাকে।আজ বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের গোবিন্দপুর গ্রামের নয়নাগড়ে পাড়ায় হল বসন্ত চন্ডী মায়ের পুজো।প্রতি বছর এই সময়ে এই পাড়ায় পুজিত হন মা বসন্ত চন্ডী।৩৫ বছর ধরে এই পুজো হয়ে আসছে নয়নাগড়ে পাড়ায়।আজও জাঁকজমকপূর্ণ ভাবে হল বসন্ত চন্ডী মায়ের।দূর দূরান্ত থেকে অগণিত ভক্ত আসেন পুজো দিতে।শোনা যায়, বহু আগে নয়নাগড়ে পাড়ায় কলেরা রোগের প্রকোপ দেখা দিয়েছিল। এমনকি এই রোগে দুজন মারাও যায়। এই রোগের হাত থেকে পরিত্রাণ পেতে কয়েকজন মিলে বসন্ত চন্ডী মায়ের পুজো শুরু করেন। বসন্ত চন্ডী মায়ের পুজো করার পর থেকেই এই নয়নাগড়ে পাড়া মহামারীর কবল থেকে রক্ষা পায়।
মহামারীর হাত থেকে রক্ষা পেতে,আজও হয়ে আসছে বসন্ত চন্ডী মায়ের পুজো।

Leave a Reply