অর্থের অভাবে জন্ডিস ও সুগারে আক্রান্ত ছিদাম পাত্রের হয়নি সেইভাবে চিকিৎসা, ১ মাস হল মারা গেছেন তিনি, অসহায় বিধবা স্ত্রী।

বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:- বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের গোবিন্দপুর গ্রামের ছিদাম পাত্র, এক মাস হল সুগার ও জন্ডিস রোগে আক্রান্ত হয়ে অর্থের অভাবে প্রায় বিনা চিকিৎসাতেই মারা গেছেন।
স্বামী স্ত্রীর সংসারে তিনি একমাত্র রোজকারী ছিলেন আবার তিনিই যখন কঠিন রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী তখন অর্থের অভাব অনিবার্য।
অর্থের অভাবে ধুকতে থাকা স্ত্রী সেই ভাবে চিকিৎসা করতে পারেননি স্বামীর, অবশেষে পৃথিবীর সব মায়া মমতার বাঁধন ছিন্ন করে চলে যান উর্ধলোকে।
বাড়িতে স্ত্রী হীরা পাত্র ছাড়া আর কেউ নেই। দুই মেয়ের এক মেয়ে অনেক আগেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে আর এক মেয়ে শ্বশুর বাড়িতে।
ছিদাম পাত্রের অসহায় বিধবা স্ত্রী নিজের পেট চালাতে লোকের ঘরে কাজ করে। অপরের বাড়িতে কাজ করে কোনমতে টেনটুনে নিজের খাবারটুকু জোটে কিন্তু স্বামীর শেষকৃত্য করতে যে প্রচুর ঋণ হয়েছে সেটা শোধ হবে কিভাবে ভেবে পাইনা হীরা পাত্র।
সাংবাদিকের ক্যামেরার সামনে এই সব কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েছেন অসহায় হীরা পাত্র।
সামনে কঠিন লড়াই আর সে লড়াই য়ে দরকার কোন মহানুভব মানুষের স্পর্শ যা পেলে হয়তো বাঁচার একটু রসদ পাবেন, পাবেন বেঁচে থাকার আশাও, হয়তো বা মুক্তিও পাবেন ঋণ থেকেও তবে পাবেন কি সেরকম মানুষের দেখা অসহায় হীরা পাত্র ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *