আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে চন্দ্রকোনা রোডে পরিমল কাননে যোগ দিবস পালন ২৩২ BN CRPF-র মহিলা ব্যাটেলিয়নের।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে মঙ্গলবার সকাল নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড পরিমল কানন পার্কে শালবনির ২৩২ BN CRPF মহিলা ব্যাটেলিয়ানের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়, উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন কমান্ড্যান্ট সীমা তাওলিয়া,ডেপুটি কমান্ড্যান্ট রাজমঙ্গল ভক্ত, অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট রেনুকা সরকার, ইন্সপেক্টর অনিতা ঘোষ সহ অন্যান্য কর্মকর্তা, মূলত শারীরিক বিষয়ের উপর নজর রেখে এই কর্মসূচি বলে ব্যাটেলিয়ান তরফে জানানো হয়েছে। পাশাপাশি পার্কে আগত সকল সাধারণ মানুষকে এই যোগ ব্যায়ামের প্রতি উৎসাহ দিতে এই কর্মসূচি বলেও জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *