জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- পরিবহন শ্রমিকের স্বীকৃতির দাবিতে মঙ্গলবার জেলা শাসক দপ্তরের গেটের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করলো সারা বাংলা ই রিক্সা ইউনিয়ন সমিতি। মূলত আট দফা দাবিতে তাদের এই কর্মসূচি বলে সমিতির সদস্যরা জানিয়েছেন। ই রিক্সা চালকদের গাড়িতে পিন নম্বর দেবা, তাদের রেজিষ্ট্রেশন করে দেবা , বিদু্ৎ বিল এর চার্জ কমানো সহ মোট আট দফা দাবিতে তাদের এই বিক্ষোভ মিছিল, ধর্না বলে স়ংগঠন জানিয়েছেন
পরিবহন শ্রমিকের স্বীকৃতির দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করলো সারা বাংলা ই রিক্সা ইউনিয়ন সমিতি।

Leave a Reply