নিজস্ব সংবাদদাতা, মালদা:— এবার মালদার হবিবপুর থানার বুলবুলচন্ডী হাসপাতাল মোড়ে একটি চশমার দোকান ও একটি বেসরকারি প্যাথলজি সেন্টারে হানা দিল মালদা জেলা প্রশাসনের কর্তারা। দুটি দোকানকে সিল করে দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। চশমার দোকান ও প্যাথলজি সেন্টারে দুজন কর্মীকে ইতিমধ্যে হবিবপুর পুলিশ আটক করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে দুটি দোকানেই নাকি দুজন চিকিৎসক বাইরে থেকে আসতেন এবং সেই চিকিৎসা করার সঠিক কাগজপত্র তাদের কাছে ছিল না ,ওষুধ বিক্রির বৈধ কাগজ ও প্যাথলজির বৈধ কাগজ না থাকার একটা অভিযোগ উঠেছিল। এবং সেই অভিযোগের ভিত্তিতেই জেলা প্রশাসনের কর্তারা সরো জমিনে খতিয়ে দেখে। পুরো বিষয়টি ইতিমধ্যে তদন্ত শুরু করেছে হবিবপুর থানার পুলিশ ও মালদা জেলা প্রশাসন।এলাকার বাসীর মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
বুলবুলচন্ডী হাসপাতাল মোড়ে একটি চশমার দোকান ও একটি বেসরকারি প্যাথলজি সেন্টারে হানা দিল মালদা জেলা প্রশাসনের কর্তারা।

Leave a Reply