আত্মঘাতী পুলিশ আধিকারিকের ঝুলন্ত দেহ!

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- পুলিশ ব‍্যারাকের মধ‍্যেই অস্বাভাবিক মৃত্যু পূর্ব বর্ধমানের আউশগ্ৰাম থানার এসআই পুষ্পেন ঘোষের । বয়স আনুমানিক ৪৬ বছর। বুধবার রাতে কাজ সেরে চলে আসেন নিজের ঘরে । বৃহস্পতিবার সকালে কাজে যোগ না দেওয়ায় ডাকতে যান সহকর্মীরা । তখন জানলা দিয়ে দেখা যায় গলায় দড়ি দেওয়া ঝুলন্ত অবস্থায় পুষ্পেন ঘোষ এর দেহ । চাঞ্চল‍্য ছড়ায় পুলিশ মহলে । গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে । পুষ্পেন বাবুর পরিবারের সদস‍্যরা থাকেন বর্ধমান শহরে । এই বিষয়ে জেলা পুলিশ সুপার কামনাশিষ সেন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, খুবই মর্মান্তিক একটা ঘটনা। আমি পরিবারের সদস্যদের সাথে কথা বলেছি। কি কারনে হয়েছে সেটা এখন বলতে পারছিনা। উনি খুব ভালো অফিসার ছিলেন।
অন্যদিকে পুষ্পেন্দু ঘোষের স্ত্রী তিনি বলেন, আমার ছেলে খুব কম কথা বলতো। কি হয়েছিল বলতে পারব না। কালকেও আমার ছেলে আমার সঙ্গে স্বাভাবিক ভাবে কথা বলেছে। আমাকে বলতো আউসগ্রাম থানায় কাজের প্রেসার কম আবার মাঝে মাঝে বলতো কাজে একটু ব্যস্ত আছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *