বাঁকুড়া, আবদুল হাই:-উড়িষ্যার বালেশ্বর এর কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় করমন্ডল এক্সপ্রেস সেই সময় উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলার ছাতনার আড়রা গ্রাম পঞ্চায়েতের আড়রা গ্রামের বাসিন্দা বছর উনিশের স্মৃতি মণ্ডল। বীভৎস দুর্ঘটনার হাত থেকে কোন রকমে রক্ষা পেয়ে গতকাল বিকেলে বাড়ি ফেরে স্মৃতি। এদিন সকালে চিকিৎসার জন্য ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে হাসপাতালে উদ্দেশ্যে রওনা হওয়ার মুহূর্তে দুর্ঘটনার মুহূর্ত এবং দুর্ঘটনার মর্মান্তিক অভিজ্ঞতার কথা জানালেন স্মৃতি। বিশাখাপত্তনম এ নার্সিং পড়তে যাচ্ছিলেন স্মৃতি মন্ডল।
একটা প্রচন্ড ঝাকুনি, হুশ ফিরলে দেখে ট্রেনের ফ্যানে পা আটকে গিয়েছে, পাশের সহযাত্রীটি পর্যন্ত মৃত, দুর্ঘটনার মর্মান্তিক অভিজ্ঞতার কথা জানালেন স্মৃতি।

Leave a Reply