গোটা বাংলা জুড়ে চলছে তাপ প্রবাহ, সোমবার থেকে আরো বাড়বে রাজ্যে!।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:-  গোটা বাংলা জুড়ে চলছে তাপ প্রবাহ , সোমবার থেকে আরো বাড়বে তাপমাত্রা। দক্ষিণ বঙ্গের দুই জেলায় ছিটে ফোটা বৃষ্টির কিঞ্চিৎ সম্ভাবনা। চলতি মরসুমে বেশ আগে ভাগেই এসে হাজির হয়েছিলো গ্রীষ্মের তাপদাহ সেই এপ্রিল মাসেই দক্ষিণ বঙ্গের জেলাগুলোতে শুরু হয়েছিল তাপ প্রবাহ তারপর অবশ্য ঝড় বৃষ্টির হাত ধরে একটু স্বস্তি এসেছিলো দক্ষিণ বঙ্গে, তবে মে মাসের শেষের দিন গুলো থেকে শুরু হয়েছে তাপ প্রবাহ ক্রমেই বেড়েই চলেছে পারদ। এগরম যেনো আর থামার নাম নিচ্ছে না। এরই মধ্যে আবার সতর্ক বার্তা দিলো আলিপুর আবহাওয়া দফতর। সোমবার থেকে গরম আরো বাড়বে উত্তর ও দক্ষিণ বঙ্গের সব জেলা গুলোতে। আপাতত উত্তর বঙ্গের কোথাও ঝড় বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে আলিপুর হওয়া অফিসের তরফ থেকে। ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির তরফ থেকে এসএমএস এর মাধ্যমে সতর্কবার্তা পাঠানো হচ্ছে গোটা বাংলার বাসিন্দাদের বলা হচ্ছে দীর্ঘক্ষণ রোদে না থাকতে ঘোরে থাকতে এবং সুস্থ থাকতে। সোমবার তীব্র তাপ প্রবাহ থেকে বাঁচতে লক্ষ করা গেলো বালুরঘাট শহরে যুবশ্রী মোর এলাকায় মুখ চোখ ধুচ্ছে দুই কর্মরত সিভিক কর্মী , অতিরিক্ত দাবদাহের হাত থেকে বাঁচতে এমনটাই এখন করণীয় বলে দাবি!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *