পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ ৫জুন মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় বৃক্ষ রোপন কর্মসূচির আয়োজন করা হয়। বৃক্ষ রোপনের মাধ্যমে কর্মসূচির শুকনা করেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের চেয়ারম্যান তথা জেলা ও দায়রা বিচারক অমিত চক্রবর্তী, সচিব দিব্যেন্দু নাথ সহ জেলার অন্যান্য বিচারকগণ। আইনি সহায়ক কাজী মহম্মদ মুর্তজা জানিয়েছেন, প্রতি বছরের ন্যায় এ বছরও এই কর্মসূচি পালিত হল। পরিবেশ সুরক্ষায় জেলার বিভিন্ন ব্লকে আইনি সহায়কগন এই কর্মসূচি পালন করেছেন।
মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় বৃক্ষ রোপন কর্মসূচির আয়োজন।

Leave a Reply