নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ গত বৃহস্পতিবারই পঞ্চায়েত ভোটের নির্ঘন্ট ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। আর সেই মুহূর্ত থেকেই ‘আদর্শ নির্বাচনী বিধি’ চালু রাজ্যে। তারপরেও বাঁকুড়া-১ ব্লক কার্যালয়ে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্বলিত একাধিক পোষ্টার ফেস্টুন লাগানো রয়েছে বলে অভিযোগ বিজেপির।
দলের নেতা ও বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানা এই অভিযোগ করে বলেন, শাসক দল তাই সাত খুন মাফ! এই ঘটনা কোন বিরোধী দলের ক্ষেত্রে হলো এতোক্ষণে নোটিশ হয়ে যেত। শাসক দল কোন ‘নিয়ম মানেনা’। দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের ‘মেরুদণ্ড বেঁকে গেছে’ ফলে অভিযোগ জানাবার মতো জায়গাও নেই। তবে বিষয়টি একেবারে সরাসরি রাজ্যের নির্বাচনী আধিকারিককে জানাবেন বলে তিনি জানান।
এবিষয়ে বাঁকুড়া-১ ব্লক তৃণমূল সভাপতি অংশুমান ব্যানার্জী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তৃণমূল নেত্রী নন, রাজ্যের মুখ্যমন্ত্রীও। তবে তড়িঘড়ি নির্বাচন ঘোষণার কারণে ঐ সব ছবিযুক্ত হোর্ডিং সরানো সম্ভব হয়নি, বিডিও-র সাথে কথা হয়েছে উনি খুব লীঘ্রই তা সরিয়ে দেবেন বলে তিনি জানান।
Leave a Reply