নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- দশটি ট্রেন দাঁড়াবে । ।রানাঘাট গেদে মেল লাইনের একটি গুরুত্বপূর্ণ স্টেশন শান্তিনগর হল্ট স্টেশন । এই হল্ট স্টেশনে মাত্র দুটি ট্রেন দাঁড়াতো । স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল একটা গুরুত্বপূর্ণ জায়গা অথচ ট্রেন দাঁড়ায় না । শান্তিনগর হল্ট স্টেশন এলাকায় রয়েছে একটি হাইস্কুল এবং দুটি প্রাথমিক বিদ্যালয় । ফলে বাধ্য হয়েই গ্রামবাসীদের টোটো বা অটৌর উপর নির্ভর করতে হতো । রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকারকে গ্রামবাসীরা দাবি জানান তাদের এই সমস্যার সমাধানের জন্য । সাংসদ জগন্নাথ সরকার কথা দিয়েছিলে, তিনি গ্রামবাসীদের কথা ভেবে অবশ্যই তাদের যাতে সুবিধা হয় তিনি সেই চেষ্টা করবেন। । অবশেষে আজ সেই শুভ মুহূর্ত । সাংসদ জগন্নাথ সরকারের প্রচেষ্টায় এখন থেকে দশটি ট্রেন দাঁড়াবে এই হল্ট স্টেশনে । আজ দুপুরে সাংসদ জগন্নাথ সরকার এই শুভ মুহূর্তের গ্রামবাসীদের দাবিকে সম্মান দিয়ে নতুন ট্রেন দাঁড়ানোর উদ্বোধন করলেন । গ্রামবাসীরা শঙ্খ ও ফুলের তোড়া দিয়ে নতুন ট্রেনের ড্রাইভার এবং গার্ডকে বরণ করে নিলেন । সাংসদ জগন্নাথ সরকার পতাকা নেড়ে এই হল্ট স্টেশন থেকে নতুন ট্রেনের উদ্বোধন করলেন । এই শুভ মুহূর্তের সাক্ষী থাকলেন স্থানীয় বাসিন্দারা । সকলেই খুশি এই মহৎ কাজ করার জন্য । সাংসদ জগন্নাথ সরকারকে ধন্যবাদ জানালেন গ্রামবাসীরা।
সাংসদ জগন্নাথ সরকারের প্রচেষ্টায় এখন থেকে দশটি ট্রেন দাঁড়াবে শান্তিনগর হল্ট স্টেশনে।

Leave a Reply