চিঠি পাঠিয়ে ভোটের আবেদন বিজেপি প্রার্থীর।

0
395

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- ভোটের প্রচার করতে গেলেই তৃণমূলের গুন্ডারা বিজেপি প্রার্থীর পেছন করতে করতে পৌঁছে যাচ্ছে ভোটারের বাড়ি। পাশাপাশি প্রার্থী সহ ভোটারদের ভয় দেখানো হচ্ছে। অভিযোগ বিজেপি প্রার্থীর। আর তাই এবার ভোট প্রচারের জন্য অভিনব পন্থা অবলম্বন করেছেন বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের হেতমপুর গ্রাম পঞ্চায়েতের নিরাময় গিরিডাঙ্গাল ১৭ নম্বর সংসদের বিজেপি প্রার্থী রতন কুমার আচার্য। তিনি ভোট চেয়ে ভোটারদের পাঠাচ্ছেন নমুনা ব্যালট সহ চিঠি। ১০০ জনের কাছে পৌঁছে দেওয়া হয়েছে পোস্ট অফিসের মাধ্যমে। এখনও প্রায় ২০০রও বেশি চিঠি পাঠানো হবে বলেও জানিয়েছেন তিনি। বিজেপি প্রার্থী রতন কুমার আচার্যের অভিযোগ “ভোট প্রচার করতে গেলেই তৃণমূলের গুন্ডাবাহিনী লাঠিসোটা হাতে প্রার্থীর পেছন করে পৌঁছে যাচ্ছে ভোটারের বাড়ি, ভয় দেখানো হচ্ছে ভোটারদের। পাশাপাশি এলাকায় দেওয়াল লিখন করতেও দেওয়া হয়নি বিজেপির প্রার্থীকে। আর তাই যাতে প্রার্থী সহ ভোটারদের কোন সমস্যাই না পড়তে হয় সেজন্যই এই উদ্যোগ বলে জানিয়েছেন তিনি। যদিও এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন তৃণমূল প্রার্থী তথা হেতমপুর পঞ্চায়েতের প্রাক্তন উপ প্রধান নীলোৎপল মুখোপাধ্যায়। তাঁর দাবি “বিজেপির প্রার্থী এখনও পর্যন্ত এলাকায় প্রচারে আসেনি, ওদের এখানে কোনো সংগঠন নেই।” এছাড়াও তিনি বলেন ”বাড়ির মালিক যদি দেওয়াল লেখার জন্য পারমিশন না দেন তাতে আমি কি করবো?” এলাকার ভোটার অনিমেষ ঘোষ জানান, “আজকে আমরা একটা চিঠি পেয়েছি কিন্তু এই প্রার্থীকে আমরা কোনদিন দেখিনি, কোনদিন প্রচারেও আসেনি।” তবে প্রার্থী বাড়ি বাড়ি প্রচারে না এসে চিঠি পাঠিয়ে ভোটের আবেদন করেছেন। এটা আমরা প্রথম দেখলাম।