ড: শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের আজ ১২২ তম জন্মদিন বালুরঘাটে বিজেপির জেলা কার্যালয়ে

0
121

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা: বিজেপি তথা পুর্বতন জনসংঘের প্রতিষ্ঠাতা ড: শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের আজ ১২২ তম জন্মদিন বালুরঘাটে বিজেপির জেলা কার্যালয়ে তার যথাযথ মর্যাদায় প্রতি শ্রদ্ধা জানিয়ে পালিত হলো তার জন্মদিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার ও বালুরঘাট বিধানসভার বিধায়ক তথা বিশিষ্ট অর্থনীতিবিদ ড: অশোক লাহড়ী ও জেলা বিজেপির অনান্য কর্মকর্তারা।
রাজ্য বিজেপির সভাপতি ড: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতি প্রগার শ্রদ্ধা জানিয়ে শ্যামা প্রসাদের জীবন সংগ্রামের কাহিনীর পাশাপাশি তার পান্ডিত্য নিয়ে বক্তব্যের মধ্যে দিয়ে দলের কর্মীদের তার আদর্শকে পাথেয় করে চলার কথা বলেন।গত শতাব্দীর প্রথম বছরে জন্ম শ্যামাপ্রসাদের। অথচ তাঁর পিতা আশুতোষ মুখোপাধ্যাকে নিয়ে বাঙালির প্রজ্ঞার উৎসাহ দেখার মত। কিন্তু তাঁরই সন্তান, তার মতই শিক্ষাবিদ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে কমবয়সী উপাচার্য শ্যামাপ্রসাদকে রেখে দেওয়া হয়েছিল সেই অন্ধকারেই। এর পিছনে বাংলার রাজনীতি যেমন দায়ী, তেমনই দায় ইতিহাস বিস্মৃত বাঙালি জাতির। যারা কোন দিন সচেতন ভাবে চর্চা করলেন না গত শতাব্দীর প্রথমার্ধে দাপিয়ে বেড়ানো এই বাঙালি মনীষার ওপর, বলে আবেগ তাড়িত বক্তব্য রাখেন ড: শ্যামাপ্রসাদের উপর সুকান্ত মজুমদার এদিনের অনুষ্ঠানে । যদিও বালুরঘাটের বিধায়ক ড: অশোক লাহিড়ী অনুষ্ঠানে উপস্থিত থাকলেও তার গলা খারাপ থাকায় তেমন ভাবে কোন বক্তব্য না রেখে রাজ্য বিজেপির সভাপতির দিকেই মাইক্রোফোন এগিয়ে দেন।