জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ-একদমই অন্য ধরনের ছবি ক্যামেরাবনদী।লাফিয়ে উঠছে গাড়িতে।যা দেখেই রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে গোটা ময়নাগুড়ি বাজার জুড়ে।
ময়নাগুড়ি ট্রাফিক মোড়ের সামনে এক মানসিক ভারসাম্যহীন মহিলা হটাৎ করে চলন্ত গাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়ছে। এতে পথ চলতি মানুষরা ভয় পেয়ে যায়। মহিলার এই ধরনের কাণ্ডকারখানা দেখে রাস্তায় প্রচন্ড ভিড় জমে যায় রাস্তায় খানিকক্ষণের জন্য প্রচন্ড যান জোটে সৃষ্টি হয় । এরপর ওখানে ডিউটি রত ট্রাফিক পুলিশ ও মহিলা পুলিশে দ্বারা মহিলাকে ওখান থেকে সরিয়ে দেয়া হয় তার কিছুক্ষণ বাদে পরিস্থিতি নিয়ন্তনে আসে এবং যানজট মুক্ত হয়।
Leave a Reply