ভোটকর্মীরা রওনা দিলেন বিভিন্ন ডিসিআরসি থেকে, ভোটগ্রহনের প্রতীক্ষায় মাঝে শুধু একটা রাত।

0
287

নদিয়া, নিজস্ব সংবাদদাতা:- রাত পোহালেই রাজ্যের পঞ্চায়েত নির্বাচন। আজ শুক্রবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি নদিয়ার রানাঘাট ২ নং ব্লকের পুর্ননগর ডি সি আর সি তে ভোট কর্মীরা আসতে শুরু করেছে। এবং সেখান থেকে ভোট গ্রহণের বিভিন্ন ধরনের সরঞ্জাম, নিয়ে চারজন পোলিং অফিসর একজন প্রিসাইডিং অফিসার, এবং রাজ্য পুলিশের প্রতিনিধি এবং কেন্দ্রীয় সেনা জওয়ান। রানাঘাট ২ নং ব্লকের পুর্ন নগর স্কুলে এইরকমই এক চিত্র ধরা পড়লো আমাদের ক্যামেরায়,সেখানে গিয়ে দেখা গেলো ভোটকরর্মীরা সকাল থেকেই পৌঁছে গেছেন, সেখানে কাগজপত্র জমা করে টেগিংয়ের কাজকর্ম করছেন। তবে, কোন ক্ষেত্রে প্রিসাইডিং অফিসার বা পোলিং অফিসার উপস্থিত না হওয়ার জন্য অন্যেরা রয়েছে প্রতীক্ষায়। কোথাও আবার উল্টো ঘটনা তারা এসে পৌঁছালেও বাসের ট্যাগিং না হওয়ার কারণে তারা রয়েছেন প্রতীক্ষায়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই স্বাভাবিক ভাবেই রওনা দিচ্ছেন তারা।