মালদহের ইংরেজ বাজার ব্লকের নঘরিয়া এলাকায় কংগ্রেস ও তৃণমূলের মধ্যে বোমাবাজি।

0
84

নিজস্ব সংবাদদাতা, মালদা:- মালদহের ইংরেজ বাজার ব্লকের নঘরিয়া এলাকায় কংগ্রেস ও তৃণমূলের মধ্যে বোমাবাজি। আহত উভয় পক্ষের বেশ কয়েকজন। চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। অভিযোগ, কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। ইট বৃষ্টি ও বোমাবাজির অভিযোগ ওঠে। নতুন নঘরিয়া এলাকার ২৬ নম্বর বুথে ব্যালট বাক্স নিয়ে পালিয়ে যায় দুস্কৃতিরা। ঘটনায় কেন্দ্রীয় বাহিনী গিয়ে ব্যালট বাক্স নিয়ে আসে। বর্তমানে ভোট প্রক্রিয়া বন্ধো। পরিস্থিতি থমথমে গোটা এলাকা চত্বর জোরে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের টহলদারি। অশান্তি ঢুকতে গন্ডগোলকারীদের লাঠিচার্জ পুলিশের।