আগামীকাল ফের অনান্য জেলার পাশাপাশি দক্ষিন দিনাজপুর জেলাতেও অনুষ্ঠিত হতে চলেছে ১৮;টি কেন্দ্রে পুননির্বাচন।

0
265

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- আগামীকাল ফের অনান্য জেলার পাশাপাশি দক্ষিন দিনাজপুর জেলাতেও অনুষ্ঠিত হতে চলেছে ১৮;টি কেন্দ্রে পুননির্বাচন। এরমধ্যে সব চেয়ে বেশি অশান্তির খবর যে সব ভোট কেন্দ্র থেকে পাওয়া গেছিল তার বেশির ভাগটাই ছিল গংগারামপুর মহুকুমা কেন্দ্রিক। তাই এই ১৮ টি ভোট কেন্দ্রে পুননির্বাচনের মধ্যে গংগারামপুর মহুকুমাতেই রয়েছে ৮ টি ভোট কেন্দ্র।এরপরেই রয়েছে কুশমন্ডি ব্লকের ভোট কেন্দ্র।সেখানে ৪ টি ভোট কেন্দ্রে পুননির্বাচন হতে চলেছে বলে জেলা প্রশাসনিক প্রকাশিত তালিকা থেকে জানা গেছে। এরপাশাপাশি হরিরামপুর ব্লকে ২ টি কেন্দ্রে ও তপনে ৩ টি এবং বালুরঘাটে ১ টি কেন্দ্রে পুননির্বান আগামীকাল অনুষ্ঠিত হবে বলে ওই সুত্রে জানা গেছে। তবে রাত্রে জেলা প্রশাসনিক সুত্র থেকে পরে অবশ্য এই ভোট কেন্দ্র গুলির পুনরায় নির্বাচন নিয়ে কিছু ঝাড়াই বাছাই হতে পারে বলে জানানো হয়েছে। যদিও পুন নির্বাচনের ভোট কেন্দ্রের এই সংখ্যাই থাকবে না আরো বাড়বে বা কমবে তা সবটাই নির্ভর করছে রাজ্য নির্বাচন কমিশনের জানানোর উপর বলে জেলা প্রশাসনিক সুত্রে জানানো হয়েছে। তাই এই তালিকা পুরোপুরি ফাইনাল ধরে নেওয়া যাচ্ছে না। তবে জেলায় বেশ কিছু কেন্দ্রে পুনরায় ভোট যে হতে চলেছে তা জেলা নির্বাচন দপ্তরের ব্যস্ততা দেখেই বুঝে নেওয়া যায়।সে দিকেই তাকিয়ে জেলার রাজনৈতিক মহল।